চট্টগ্রাম ব্যুরো : রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। সিএমপির কমিশনার আবদুল জলিল মন্ডলকে র্যাব সদর দপ্তরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। গতকাল (বুধবার) পুলিশ সদর দপ্তরের এক আদেশে এ বদলি করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার থেকে বদলি হয়ে ২০১৪ সালের ২৭ আগস্ট সিএমপির ২৭তম কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আবদুল জলিল মন্ডল। দায়িত্ব গ্রহণের দিন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে এবং মহানগরীকে জঞ্জালমুক্ত করার উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচিত হন আবদুল জলিল মন্ডল। এদিকে সিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) এ কে এম শহীদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসাবে বদলি করা হয়। একই আদেশে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়া টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোঃ তানভীর এবং ডিএমপি ট্রাফিক বিভাগের ডিসি মইনুল হোসেনকে সিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পাওয়া সিএমপির ডিসি ট্রাফিক (উত্তর) মাসুদ-উল হককে সিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন