শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনা বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবি

খুলনা ব্যুরো : ইউপি নির্বাচনের প্রথম দিনে অনুষ্ঠিত খুলনার ৬৭ ইউনিয়নের অধিকাংশে সরকারদলীয় সন্ত্রাসীদের সীমাহীন তা-ব এবং প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে ভোট ডাকাতির মহোৎসব হয়েছে বলে দাবি করে খুলনা বিএনপি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছে। গতকাল বুধবার নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ  সম্মেলনে এ দাবি জানান হয়। সম্মেলনে বক্তব্য দেন ইউপি নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আলম। এছাড়া মঙ্গলবারের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আইচগাতির জুলফিকার আলী খান জুলু, শ্রীফলতলার মনিরুল ইসলাম বাপ্পী নৈহাটির মোল্লা সাইফুর রহমান, টিএস বাহিরদিয়ার বিকাশ মিত্র, মাগুরাঘোনার নজরুল ইসলাম, বারাকপুরের আবদুর রকিব মল্লিক এবং আমিরপুরের খায়রুল ইসলাম খান জনি এবং আটলিয়া ইউনিয়নের শেখ বদরুজ্জামান তসলিম বক্তৃতা দেন। চেয়ারম্যান প্রার্থীরা তাদের এলাকার কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের কর্মীদের প্রিসাইডিং ও পোলিং অফিসার এবং প্রশাসনের সহায়তায় সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্র দখল করে ইচ্ছামত ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার ঘটনা বর্ণনা করেন। কোন কোন ইউনিয়নে ভোটারদের আ’লীগ প্রার্থীর  এজেন্টের সামনে নৌকা প্রতীকে সিল মেরে তারপর কেন্দ্র থেকে বের হতে হয় বরে তারা জানান। আটলিয়া ইউনিয়নের আগের ৪ বারের বিজয়ী চেয়ারম্যান তসলিম বলেন, খুলনা থানার নিমাই দারোগা সকাল থেকেই তার সাথে কয়েকটি ভোট কেন্দ্রে ঘোরেন। উক্ত পুলিশ অফিসার তসলিমকে কোন কেন্দ্রে ঢুকতে দেননি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন