শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের গেটে তালা, বাইরে ছাত্রদল নেতাকর্মীদের ভিড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ৩:৫৬ পিএম

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মূল গেটে তালা লাগানো থাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে ভেতরে প্রবেশ করতে পারছেন না ছাত্রদল নেতাকর্মীরা। ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মূল ফটকে তালা ঝুলানো। ছাত্রদলের শত শত নেতাকর্মী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের বাইরে জরো হয়েছেন। ভেতরে প্রবেশ করতে না পেরে তারা গেটের বাইরে অবস্থান করছেন।
ছাত্রদল নেতারা বলছেন, কর্তৃপক্ষ একেক সময় একেক ধারণের কথা বলছেন। একবার বলছেন এই রাস্তা দিয়ে রাষ্ট্রপতি যাবেন তাই খুলে দেয়া হচ্ছে না। আবার বলছেন, উপরের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। উপরের নির্দেশ ছাড়া খোলা যাবে না।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফয়সাল আহমদ সজল বলেন, পুলিশ বলছে এখানে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য তারা আমাদেরকে সমাবেশ করতে দিচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন