শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৌরীপুরে অটো রাইসমিলে সন্ত্রাসী হামলায় ছাত্রদল সভাপতিসহ আহত ১০

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টায় গৌরীপুর উপজেলা যুবদল সভাপতির অটোরাইস মিলে সন্ত্রাসী হামলায় উপজেলা ছাত্রদল সভাপতিসহ উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন। এ সময় সন্ত্রাসীরা রাইসমিলের অফিস গুদামঘরসহ আশপাশের বাড়িঘর, দোকান-পাট, মোটর সাইকেল ভাংচুর করে টাকা ছিনতাই ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরীপুর উপজেলা যুবদল সভাপতি তাজুল ইসলাম খোকন জানিয়েছেন, বাড়ির পাশে আমার মায়ের নামে হাসিনা অটোরাইস মিলে ঘটনার দিন রাতে আমার ছোট ভাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহিন উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবিরসহ আরো ৩/৪ জন ধান-চালের ক্রয়-বিক্রয়ের হিসাব করছিল। হঠাৎ পূর্ব শত্রæতার জের ধরে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল মিলে অতর্কিত হামলা চালিয়ে রাইসমিলের অফিস গুদামঘরসহ আশপাশের বাড়ি-ঘর, দোকানপাট, মোটর সাইকেল ভাংচুর করে অস্ত্রেরমুখে টাকা ছিনতাই ও চাল লুটপাট করে নিয়ে যায়। ডাক-চিৎকারে আতঙ্কিত প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীদের সাথে এলাকাবাসীর হাঙ্গামা বাধে। এসময় মিলের ম্যানেজার শহিদ, শাহিন, হুমায়ুন ও প্রতিপক্ষের তকি, জিএম, উজ্জল, জাহাঙ্গীর, রহিমা খাতুন, কামরুল আহত হয়। গুরুতর আহত উপজেলা ছাত্রদল সভাপতি হুমায়ুন কবিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন