রাজশাহী ব্যুরো : নাগরিকদের সচেতন করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নির্মূল এবং হাত ধোয়াসহ স্বাস্থ্য বিষয়ক উঠোন বৈঠক আয়োজন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে ২১নং ওয়ার্ডের দোশর ম-ল মোড়ে উঠোন বৈঠকের আয়োজন করা হয়। সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা: নাজমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল লাইলী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা আব্দুস সালেক খান, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নির্মূল বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন