কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়ায় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যার ব্যাপারে সদর থানায় তার ছেলে রাহুল আমিন আজাদ বুধবার ভোরে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। এ পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের ৩ জনকে ১৫৪ ধারায় আটক দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে। বাকীদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার সকাল থেকে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন) , টিএফআই (টাস্কফোর্স ইন্টোগেশন ইউনিট), কাউন্টার টেরিজিম ইউনিটসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখার সদস্যরা এলাকা পরির্দশন করে তদন্ত শুরু করেছেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার জানিয়েছেন, তারা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত অব্যাহত রেখেছেন। পুলিশের বিভিন্ন ইউনিট আলাদাভাবে তদন্ত করছেন। তবে বলার মত কোন অগ্রগতি হয়নি বলে তিনি জানান।
বিকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা সদরসহ ৯টি উপজেলায় হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন