স্টাফ রিপোর্টার : আগামী ২৬ মার্চ রাজধানীতে স্বাধীনতা দিবসের র্যালীতে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশ নেয়ার নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকালে এক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই নির্দেশনা দেন। নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ে ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল যেভাবে শত সীমাবদ্ধতার মধ্যে মহানগর বিএনপির নেতা-কর্মীরা সফল করেছেন, তেমনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি আগামী ২৬ মার্চের কর্মসূচিও সফল করতে হবে। এটা মহানগরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমি আশা করবো, মহানগরের নেতা-কর্মীরা এ ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেবেন।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় জাতীয় স্মৃতি সৌধে ও সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এবং বিকাল তিনটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের কাউন্সিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রকে এগিয়ে নিতে ‘ভিশন-২০৩০’-এর ধারণা তুলে ধরেছেন। এই ভিশন যাতে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া যায়, সেজন্য নেতা-কর্মীদের কাজ করতে হবে।
ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে চেয়ারপার্সন পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পুনর্নির্বাচিত হওয়ায় মহানগরের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
সভায় একই সঙ্গে মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসসহ আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির পাশাপাশি যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাহ উদ্দিন আহমেদ, মহানগর যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান গয়েশ্বর চন্দ্র।
বিকাল তিনটার দিকে ভাসানী মিলনায়তনে মহানগরের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এই সভায় মহানগর উপদেষ্টা আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, ইউনুস মৃধাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন