যশোর ব্যুরো : যশোরে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫০) দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বাকবিতণ্ডার একপর্যায়ে এক বিএনপিকর্মীর ছুরিকাঘাতে তিনি নিহত হন। নিহত ফেরদৌস হোসেন শহরতলী বিরামপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বিএনপি নেতা ফেরদৌস হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ফারুকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন