গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ৪ থেকে ৫ জন আটকা পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ফাওগান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন শীর্ষ নিউজকে জানান, ফাওগান বাজার এলাকায় দ্বিতল বাড়ির উপরে আরেক তলার নির্মাণ কাজ চলছিল। হঠাৎ নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে।
‘এতে কমপক্ষে ১৬ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও ৪ থেকে ৫ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।’
ঘটনাস্থলে জয়দেবপুর, টঙ্গী ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান তিনি।
মন্তব্য করুন