রাজধানীর তেজগাঁও বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রোপন দিইউ (৪৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান হাওলাদার জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উড়োজাহাজ ক্রসিং এলাকায় পৌঁছালে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। এ সময় ওই বিজিবি’র সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় তিনি একজন বিজিবি’র সদস্য। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন