শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাসের ভেতর গ্যাস বেলুন ফেটে ৮ ছাত্রলীগকর্মী দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:৪৬ পিএম

সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসার পথে বাসের ভেতর গ্যাস বেলুন ফেটে ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদী, কাব্য, রওশন ও সৌরব। তাদের বয়স ১৮-২৫ হবে।
শনিবার বেলা ১১ টার দিকে ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তারা রায়দা পরিবহনের একটি বাস রিজার্ভ করে উত্তরা থেকে শাহবাগে আসছিলেন। এসময় তাদের সঙ্গে গ্যাসের বেলুন ছিল। বাসটি ফার্মগেট এলাকায় আসার পরই সঙ্গে থাকা গ্যাসের বেলুন ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন