শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দনিয়া সাংস্কৃতিক জোটের দুই দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতিবারের মতো এবারও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় স্বাধীনতা দিবসে দনিয়া সাংস্কৃতিক জোট আয়োজন করতে যাচ্ছে স্বাধীনতার অনুষ্ঠানমালা। এবার বড় পরিসরে দনিয়ার দুইটি মঞ্চে দুই দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হচ্ছে। ২৫ মার্চ শুক্রবার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ৮টি দল নিয়ে পথনাট্যোৎসব এবং ২৬ মার্চ এ কে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি মোহাম্মাদ বারী এবং সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। নাট্যোৎসবে অংশগ্রহণ করবে দৃষ্টিপাত নাট্যদল, নাট্যযোদ্ধা, নাট্যদল, খেয়ালি নাট্যগোষ্ঠী, চন্দ্রকলা থিয়েটার, দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা, গণছায়া সাংস্কৃতিক কেন্দ্র এবং বাঙলা নাট্যদল। এছাড়া ২৬ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সুরসাগর ললিতকলা একাডেমি, সুরতাল সংগীত একাডেমি, ঢাকা একতা সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী, আরোহী শিল্পী গোষ্ঠী, নৃত্যাঙ্গণ, দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা, বিরহী শিল্পী গোষ্ঠী, সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র, চিত্রণ, লালন পড়শী একাডেমি, ঐতিহ্য সাংস্কৃতি সংঘ এবং রূপসী বাংলা সংগীত একাডেমি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন