রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রফেসর ডা. ইসহাকের মৃত্যু

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএসএমএমইউ ভিসি’র শোক
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজের সাবেক প্রফেসর ডা. ইসহাক চৌধুরী পিএইচডি গত রোববার বিকাল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় বিএসএমএমইউ’র মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তাঁকে তাঁর গ্রামের বাড়ির চাঁদপুরের মতলবে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা করা হবে।
ডা. ইসহাক চৌধুরীর মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গভীর শোক এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সম্পর্কে প্রতিমন্ত্রীর মামা শশুর।
এছাড়া বিএসএমএমইউ ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান তাঁর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. ইসহাক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন