সিলেট অফিস : সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় আজমল বক্ত চৌধুরী সাদেককে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক অভিনন্দন বার্তায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেকের মাধ্যমে সিলেট মহানগর বিএনপি আরো গতিশীল হবে বলে, আশাবাদ ব্যক্ত করেন সিসিক মেয়র আরিফ। উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য ও মহানগর বিএনপির সাবেক ৩ বারের যুগ্ম সম্পাদক ছিলেন আজমল বক্ত চৌধুরী সাদেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন