বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনামসজিদ সীমান্তে সোনার কয়েনসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ৫:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অবৈধভাবে বহনকালে সোনা, রুপা, তামা ও নিকেল কয়েন, ভারতীয় রুপিসহ গোপাল লালা (৪১) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ গ্রামের বিভূতি লালার ছেলে। শনিবার দুপুরে সোনামসজিদ বিওপির টহল দল সীমান্তের ১শ’ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত গোপাল লালার নিকট ৩২ গ্রাম ওজনের ৪টি সোনার কয়েন, ৯১৮ গ্রাম ওজনের ১১২টি রুপার কয়েন, ২টি করে নিকেল ও তামার কয়েন, প্রায় চার হাজার ভারতীয় রুপি, প্রায় দেড় হাজার বাংলাদেশি টাকা ও সীমসহ ২টি মোবাইল ফোনসেট পাওয়া যায়। তার নিকট থেকে জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন