প্রেস বিজ্ঞপ্তি : গত ২৭ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের মহাসমাবেশে ঘোষিত কর্মসূচি মোতাবেক রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে দেশের ৩২৭টি পৌরসভায় একযোগে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২ দিন লাগাতার কর্মবিরতি পালন করা হবে। এসময় পানি সরবরাহ ছাড়া পৌরসভার সকল কার্যক্রম থেকে কর্মকর্তা-কর্মচারীগণ বিরত থাকবেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশন সহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মানবিক দাবিতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে এই কর্মসূচি। কর্মসূচি বাস্তবায়নকালে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য পৌরবাসীর নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন