উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে উপজেলা বিএনপির আহবায়ক কাজী কামালের বাড়ি পুর্নিমাগাঁতী বাড়ি থেকে আটক করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, হরতাল-অবরোধ চলাকালে উল্লাপাড়ায় বিভিন্ন সহিংস ঘটনার মামলায় পলাতক আসামী বিএনপি নেতা আজাদ হোসেন। দুপুরে তাকে পুর্নিমাগাঁতীতে বাজার এলাকায় উপজেলা বিএনপির আহবায়ক কাজী কামালের বাড়িতে রয়েছেন এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন