শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চকোরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কের বেষ্টনী থেকে লাপাত্তা বাঘ শাবক!

দুইদিনেও আটক হয়নি, আতঙ্কে দশনার্থীরা

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জাকের উল্লাহ চকোরী, কক্সবাজার থেকে : কক্সবাজারের চকোরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে গেছে একটি বাঘ শাবক। গত শুক্রবার সকালে বেস্টনীর খাঁচাা থেকে বাঘ শাবকটি পালিয়ে গেলেও গতকাল রোববার পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে পার্ক দর্শনে আসা পর্যটক-দশনার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এ অবস্থার কারনে গত দুইদিন ধরে পার্কে দশনার্থী আগমনে ভাটা পড়েছে বলে জানিয়েছেন পার্কের গেইট ইজারদার পক্ষের সংশ্লিষ্টরা। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে সাফারি পার্কের বাঘের বেস্টনীর ভেতরে খাঁচা পরিস্কার করতে ঢুকে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মী। ওইসময় বেস্টনীর খাঁচার দরজা খুলে পেয়ে দুইবছর বয়সের একটি বাঘ শাবক পালিয়ে গিয়ে পাশের বনাঞ্চলে ঢুকে পড়ে।
জানা গেছে, খাঁচা থেকে বাঘ শাবকটি পালিয়ে যাওয়ার পর থেকে সাফারি পার্কের সংশ্লিষ্টরা গত দুইদিন ধরে চেষ্ঠা করেও তাকে আটকাতে পারেনি। ঘটনাটি পার্কের আশপাশের লোকজনের মাঝে জানাজানি হয়ে গেলে গত দুইদিন ধরে সাফারি পার্ক দর্শনে আসা পর্যটক-দশনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাফারি পার্কের গেইট ইজারাদার পক্ষের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেষ্টনীর খাঁচা থেকে বাঘ শাবকটি পালিয়ে যাওয়ার পর থেকে গত দুইদিন ধরে সাফারি পার্কে দশনার্থী আগমনে ভাটা পড়েছে। দশনার্থীদের মধ্যে এক ধরণের ভীতি দেখা দেয়ায় অনেকে সাফারি পার্কে এসেও দর্শন না করে ফিরে যাচ্ছেন।
জানতে চাইলে সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সাফারি পার্কের নিরাপত্তাকর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে শুক্রবার সকালে বেষ্টনীর ভেতরে খাঁচা পরিস্কার করতে ঢুকেন। ওইসময় খাঁচার দরজা খোলা পেয়ে অসাবধান: বশত দুইবছর বয়সের একটি বাঘ শাবক বেষ্টনীর বনাঞ্চলে ভেতরে ঢুকে পড়ে। সাফারি পার্ক দশনে আগত পর্যটক-দর্শনার্থীদের কোন ধরণের ভয় নেই জানিয়ে তিনি বলেন, বাঘ শাবকটি খাঁচা থেকে বেরিয়ে গেলেও বাঘের নির্ধারিত বেষ্টনীর ভেতরেই আছে। পার্কের ভেতরে অন্য কোন স্থানে যাওয়ার সুযোগ নেই। কারণ বাঘের বেষ্টনীর চারিদিকে বাউন্ডারী ওয়াল রয়েছে। আমরা চেষ্টা করছি তাকে আটকানোর মাধ্যমে ফের খাঁচায় বন্দী করতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন