চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর চান্দ্রা ইউপি চেয়ারম্যান ইউছুফ খান কেরানির ছেলের বৌভাত অনুষ্ঠানে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টার দিকে চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত চেয়ারম্যানের স্ত্রী রোকেয়া বেগমসহ কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
অনুষ্ঠানে আসা বর-কনে পক্ষের বেশ কয়েকজন অতিথি জানান, চেয়ারম্যান ইউছুফ খান কেরানির ছেলে রুহুল আমিন খান রিপনের সাথে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার লিয়াকত হেসেনের মেয়ের বিয়ে হয়। শনিবার দুপুরে কনেপক্ষের অতিথিরা বৌভাত অনুষ্ঠানে চেয়ারম্যান ইউছুফ খান কেরানির বাড়িতে আসে।
অনুষ্ঠানের খাবার টেবিলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় চেয়ারম্যান ইউছুফ খান কেরানি নিজে ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে কনেপক্ষের লোকজনের দিকে চেয়ার ছুড়ে মারে। সংঘর্ষে চেয়ারম্যানের স্ত্রী রোকেয়া বেগমসহ কনেপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহত দক্ষিণ বালিয়ার রহমানের ছেলে আ. গনি (১৬), রুহুল আমিনের ছেলে সেলিম (৩০), কনেপক্ষের যমুনা রোডের জলিল বেপারীর ছেলে রবিউল (১৮) সহ বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়।
এ ব্যাপারে চেয়ারম্যান ইউছুফ খান কেরানির কাছে জানতে চাইলে তিনি জানান, খাবার টেবিলে ক্ষুদ্র বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। আমরা নিজেরাই এর সমাধান করে নেবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন