বিশেষ সংবাদদাতা : রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা রুবি ভিলায় র্যাবের অভিযানে নিহত মেসবাহ উদ্দিনের লাশ শনাক্তের জন্য তার পরিবারের তিন সদস্যকে ঢাকায় আনা হয়েছে। নিহত তিন জঙ্গির মধ্যে মেসবাহ উদ্দিনের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। গতকাল রোববার দুপুরে ঢাকার র্যাবের একটি দল মেসবাহ উদ্দিনের বাবা এনামুল হক, মা তাহমিনা হক ও ভাই মোসলেহ উদ্দিনকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসেন। জঙ্গি আস্তানা রুবি ভিলায় র্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে একজনের পরিচয় মিলেছে। দু’জনের পরিচয় গতকাল রোববার পর্যন্ত পাওয়া যায়নি। নিহত ৩জন জঙ্গীর সাথে কারা ছিল এবং নেপথ্যে কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। র্যাব সূত্রে জানা গেছে, ফিংগার প্রিন্টের সঙ্গে জাতীয় পরিচয় পত্রের তথ্য মিলিয়ে জানা যায়, নিহতদের একজনের নাম মেজবা উদ্দিন। তার বাবার নাম এনামুল হক, মাতা তাহমিনা আক্তার। তার বাড়ি কুমিল্লা জেলায়। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, আস্তানায় জাহিদ নামে দু’টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্র দু’টিতে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং পরিচয়পত্রটি ভুয়া বলে ধারণা করা হয়। কিন্তু কথিত জাহিদের ফিংগার প্রিন্ট একটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে যায়। প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মেজবা উদ্দিন। গত ১১ জানুয়ারী দিবাগত রাত ২টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর পশ্চিম নাখেলপাড়ার ছয়তলা বাড়ির পঞ্চমতলায় অভিযান চালায় র্যাব। পরে শুক্রবার ১২ জানুয়ারি সকাল ৭টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন