শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির কাছে রূপরেখা চাইলেন ওবায়দুল কাদের

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৫ এএম, ১৬ জানুয়ারি, ২০১৮

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সুস্পষ্ট কোন কথা বলছে না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের (বিএনপি) কাছে রূপরেখা চাইলেন। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেণ, কোনটা চান, আপনারা রূপ রেখা দিন।
গতকাল রবিবার বিকালে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের বাণিজ্য উপ-কমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পরিস্কারভাবে বলছি, আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। সংবিধানের মধ্যে সব কিছুই রয়েছে। বিএনপি নিজেরাই নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধা দ্ব›েদ্বর মধ্যে আছে। নির্বাচনকালীন সরকারের কোন রূপ রেখা নিয়ে তারা কোন কথা বলেনি। আমরা আশা করেছিলাম তারা অন্তত সহায়ক সরকারের রূপ রেখা দিবে। আসলে তারা সহায়ক চান, না নির্বাচন কালীন সরকার চান?
তিনি বলেন, আজকে জাতি জানতে চায়, আপনারা (বিএনপি) কোনটা চান। তত্ত¡াবধায়ক, সহায়ক না নির্বাচনকালীন সরকার। নির্দিষ্ট করে না বলে বারে বারে জাতিকে বিভ্রান্ত করবেন না। স্বচ্ছ দৃষ্টি ভঙ্গির পরিচয় এখানে নেই।
চৌদ্দ সালে ৫ই জানুয়ারি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বারে বারে ১৪ সালের কথা টেনে আনছেন? এখানে গণতন্ত্রের দোষ নেই, দোষ আপনাদের রাজনৈতিক। আর এই জন্যই বিনা প্রতিদ্ব›িদ্বতা নিয়ে কথা।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি হতাশায় আছে দাবি করে কাদের বলেন, বিএনপি হতাশার মধ্যে আছে। প্রধানমন্ত্রী যাই বলেন, বিএনপির অবস্থান হচ্ছে, ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
আবু বকর খাঁন ১৬ জানুয়ারি, ২০১৮, ১:২৬ এএম says : 0
হায়রে বাংলাদেশ খমতা ছারতে কেহুই, নিরপেখ্য কি? ছোট বচছারাও বোঝে আর আওয়ামিলিগ বুঝেনা !
Total Reply(0)
Sirajul Islam Salim ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৪৮ এএম says : 1
এমন একটি পদ্ধতি বের করা দরকার যেন কোন দলই বিরোধী দলে গেলে নির্বাচন নিয়ে যাতে আন্ধোলন করতে না হয়। আমার মতে তত্ত্বাবধায়ক সরকারই একটা ভাল পদ্ধতি ।
Total Reply(0)
Sohel Bhuiyan ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৪৯ এএম says : 0
এমন একটি পদ্ধতি বের করেন যেন কোন কারণে আপনারাও বিরোধী দলে গেলে নির্বাচন নিয়ে যাতে আন্ধোলন করতে না হয়।
Total Reply(0)
Tanam Azam ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫০ এএম says : 0
আমি চাই আজিবন তত্তাবধায়ক সরকার বেবস্থা থাক
Total Reply(0)
Rasel Khan ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫২ এএম says : 0
জনাব আপনার কানে কি সমস্যা আছে? বিএনপির একটাই দাবি,তত্বাবদায়ক সরকার তা হতে হবে নিরপেক্ষ।কিন্তু নিরপেক্ষ হলে আপনাদের কি অবস্থা হবে তা আপনারা ভাল করেই জানেন।
Total Reply(0)
শুভ্র ইসলাম ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫৩ এএম says : 1
বিএনপির লোকেরা কি করবে তারা নিজেরাও যানে না, তবে মানুষ এবছর আরেক বার ভোগান্তিতে পড়বে এটা বোঝা যাচ্ছে
Total Reply(0)
Md Rasel ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫৪ এএম says : 0
বি এন পি দ্বিধায়ধন্দে আছে এটা আপনার কানের কাছে এসে বলে গেছেন... এগুলো বাদদিয়ে তোফায়েল সাহেবের একটু বাজারটা নিয়ন্ত্রণ করতে বলেন
Total Reply(0)
আতিক চৌধুরী ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫৫ এএম says : 0
সময়মত ঘোযণা দিবে
Total Reply(0)
Monir Khan ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫৫ এএম says : 0
বিএন পির উচিৎ এখন নিরপেখ সরকারের রুপ রেখা দেওয়া।
Total Reply(0)
Abdur Razzak ১৬ জানুয়ারি, ২০১৮, ১০:৫৬ এএম says : 0
দ্বিধায় দ্বিধায় সময় হবে পার; চেয়ে চেয়ে দেখা ছাড়া রইবে না আর কিছুই করার।।
Total Reply(0)
Md Salim ullah ১৬ জানুয়ারি, ২০১৮, ১:৩৯ পিএম says : 0
আমি চাই আজিবন তত্তাবধায়ক সরকার বেবস্থা থাক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন