বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আশুগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অপহরণকারী নিহত

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আটকের একদিন পর পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে‘ সোলায়মান (২২) নামে এক অপহরণকারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের আখি এন্ড ট্রেনিং এর পরিত্যাক্ত একটি ব্রয়লারের সামনে এই ঘটনাটি ঘটে। সোলায়মান ঝালকাঠি জেলার কাঠালিয়ার আনসার আলীর ছেলে। এর আগে রোববার রাতে তাকে অপরণের একটি মামলায় উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বন্দুকযুদ্ধে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির ও আশুগঞ্জ থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানায়, আশুগঞ্জ থানায় অপহরনের পর হত্যার একটি মামলায় রোববার রাতে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় সোলায়মানকে। তার দেয়া তথ্যমতে, সোমবার সকালে খড়িয়ালা এলাকা থেকে অপহরণ হওয়া রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে থাকা অপর অপহরণকারী মিজান উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের আখি এন্ড ট্রেনিং এর পরিত্যাক্ত একটি ব্রয়লারে আছে। পরে পুলিশ মঙ্গলবার ভোর রাতে তাকে নিয়ে সাড়ে তিনটার দিকে অপহরণকারী মিজানকে ধরতে বাহাদুরপুর-তালশহর সড়কের আখি এন্ড ট্রেনিং এর সামনে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান ও তার সহযোগীরা পুলিশের উপর গুলি ছোড়ে। পরে পুলিশও আত্বরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় সোলায়মান গুলিবিদ্ধ ও পুলিশের চার কর্মকর্তা আহত হয়েছে। সোলায়মানকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ২ টি কার্তুজ, তিনটি কার্তুজের খোসা, একটি টাকশাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিহতের লাশময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোলায়মানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি অপহরনের পরে হত্যার অভিযোগে মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন