শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়ন করতে হবে : মানবাধিকার কমিশন

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা আর্জন করতে হলে দেশে প্রায় তিন লাখ হিজড়া, যৌনকর্মী, এইচআইভি পজিটিভসহ পিছিয়ে পড়া কমিউনিটির মানুষদের জীবনমান উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি আরো বলেন, সরকার বিদেশী সাহায্যে নয়, নিজেস্ব অর্থায়নেই টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়; তাই তিন লাখ মানুষের জীবনমান উন্নয়ন কঠিন কিছু না।
তিনি বলেন তাদের বাস্তব পরিস্থিতি সংশ্লিষ্টদের সামনে তুলে ধরতে হবে। রিয়াজুল হক বলেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দেশের আটটি বিভাগে পর্যবেক্ষণ চালিয়ে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠির মানুষদের উন্নয়ণে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে কমিউনিটি ফোরামের উদ্বোধন করে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। পরে ফোরামের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন