চট্টগ্রাম ব্যুরো : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারী দল আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হবে। আওয়ামী লীগের উদ্যোগে কয়েকদিন থেকে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপিও বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপনের কর্মসূচি গৃহিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার শহীদের প্রতি সিটি মেয়রের শ্রদ্ধা নিবেদন, সকাল ৮ টায় বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপে ও পুরস্কার বিতরণ এবং কুচকাওয়াজে সিটি মেয়রের সালাম গ্রহন এবং বিকেল ৪ টায় থিয়েটার ইনস্টিটিউটটে মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন