শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে প্রকৌশলী সিদ্দিক আহম্মদ হত্যার মুলহোতাসহ ৩ ঘাতক গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ২:৫৫ পিএম

কেরানীগঞ্জে বসুন্ধরা মাল্টিফুড প্রডাক্টস লিমিটেডের ঠিকাদারী প্রতিষ্ঠান বিডকোর প্রজেক্ট ইনচার্জ প্রকৌশলী সিদ্দিক আহম্মদকে অপহরন করে হত্যার ৫ মাস পর মুল রহস্য উদঘাটন ও অপহরণকারী চক্রের মুলহোতাসহ ৩ ঘাতককে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দলনেতা মো. রাসেল(৩০), হিরো হাওলাদার(৩১)ও মো. তাজুল ইসলাম ওরফে তাজু(৩৩)। আজ (রোববার) দুপুর দেড়টায় কদমতলী গোলচত্বর এলাকায় ডিবি কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান লিখিত বক্তব্যে জানান, গত বছরের ২ আগষ্ট দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও এলাকায় বসুন্ধরা মাল্টিফুড প্রডাক্টস লিমিটেডের অফিস থেকে রাত ৮টায় রাজধানীর মীরপুরের বাসায় যাওয়ার পথে প্রকৌশলী সিদ্দিক আহম্মদ অপহরন হয়। অপহরণকারীরা কোম্পানির এমডি দিারুল আলম ও প্রকৌশলীর ছেলে কামরুল ইসলামের নিকট ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ৩ আগষ্ট অপহরণকারীরা প্রকৌশলী সিদ্দিক আহম্মদকে বসুন্ধরার একটি পরিত্যক্ত চারিদিকে দেয়াল দিয়ে একটি প্লটের ভিতর আটকে রেখে তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে ওইদিন রাতেই তারা একটি সিএনজি যোগে লাশটি আইনতা এলাকায় ১০ শয্যা হাসপাতালের পাশ ফেলে রেখে যায় । পরের দিন
ওই জায়গাে থেকে প্রকৌশলী সিদ্দিক আহম্মদের লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এবং ওই তারিখেই মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মহানগরী ও বরিশালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মুলহোতাসহ তিন ঘাতককে গ্রেফতার করে। অপহরণকারীরা নয় সদস্যের একটি সংঘবদ্ধ চক্র। এরা সিএনজি দিয়ে বিভিন্ন মানুষকে অপহরন করে ছিনতাইসহ মুক্তিপণ আদায় করে আসছিল। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম, ডিবির ওসি শাহজামান, ডিবির ওসি তদন্ত নাজমুল হাসান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফিজুর রহমান প্রমুখ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন