শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদে মুখ খোলেননি কন্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমানকে ঘিরেই চলছে তার গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর (১৫) মৃত্যুরহস্যের তদন্ত। খালিকুরের মুখে কাটা দাগ তার দিকে পুলিশের সন্দেহ আরো একধাপ বাড়িয়ে দিয়েছে। তবে কৃষ্ণকলির দাবি ওই দাগটি পুরোনো। আংটিতে তার স্বামীর মুখ কেটে গিয়েছিলো। খালিকুর বর্তমানে ২ দিনের রিমান্ডে রয়েছে রাজধানীর শেরেবাংলা থানায়। গতকাল প্রথম দিনে পুলিশ তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করলেও শিল্পীর মৃত্যুর ব্যাপারে তিনি মুখ খোলেননি।
পুলিশ জানায়, শিল্পীর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালদোয়ার। এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিল্পীর মা হালেমা খাতুন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন। গত বুধবার সন্ধ্যায় মুখের কাটা দাগের জন্য সন্দেহভাজন হিসেবে ঢামেক পুলিশ ক্যাম্প পুলিশ খালিকুর রহমানকে আটক করে শেরে বাংলা নগর থানায় সোপর্দ করেন। পরে গৃহকর্তা খালেকুর রহমানকে সন্দেহজনক (৫৪ ধারায়) গ্রেফতার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এটি হত্যাকাÐ নাকি আত্মহত্যা তা পরিস্কার হওয়ার জন্য শিল্পীর পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আগামীকাল রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন