পাবনায় নিখোঁজের ৩ মাস পর এক যুবকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের খয়েরবাগান গ্রামের একটি ডোবা থেকে মস্তকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মস্তকটি ৩ মাস আগে নিখোঁজ যুবক আবু সাইদের বলে পুলিশ নিশ্চিত করেছে। আবু সাইদ সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আতিয়াপাড়া গ্রামের মমতাজ আলীর পুত্র। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম জানান, আতিয়াপাড়া গ্রামের ফকরুলের স্ত্রীর সঙ্গে নিহত আবু সাইদের পরকীয়া সম্পর্ক ছিল এমন সন্দেহে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে রাজীব, শামীমসহ কয়েকজন মাদকাসক্ত যুবককে দুই লাখ টাকার বিনিময়ে খুনের জন্য ভাড়া করা হয়। গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় আবু সাইদকে বাড়ি থেকে ডেকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর ফকরুলের ইচ্ছায় দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে হত্যাকারীরা।
পুলিশ সুপার আরো জানান, দীর্ঘদিন নিখোঁজ থাকায় ৪ ডিসেম্বর সাঁথিয়া থানায় একটি জিডি করে আবু সাইদের পরিবার। গ্রেফতারকৃত রাজীবের স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে শামীম ও ফকরুলকে গ্রেফতার করার পর মঙ্গলবার খয়েরবাগান গ্রামের ডোবা থেকে আবু সাইদের মস্তক উদ্ধার করা হয়। সাইদের রক্তমাখা পোশাক উদ্ধার হলেও, তার দেহ এখনও পাওয়া যায়নি । পুলিশ খুব শীঘ্রই মৃতের দেহ উদ্ধার করতে পারবে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন