হবিগঞ্জ জেলা সংবাদদাতা ঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ দাউদপুর গ্রামে কৃষক আবুল মিয়া (৫৫) হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ আদেশ দেন। নিহত আবুল মিয়া ওই গ্রামের মোঃ আফতাব মিয়ার পুত্র। দন্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলো, মৃত আরাফত আলীর ছেলে মর্তুজ আলী, তার ছেলে ফয়সল মিয়া, সজলু মিয়া, মইনুল মিয়া, মেয়ে শিফা বেগম, আফসর আলীর ছেলে সুন্দর মিয়া ও মর্তুজ আলীর ভাই বসির মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন জমি নিয়ে বিরোধের জের ধরে মর্তুজ আলীসহ তার লোকজন আবুল মিয়াকে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন