রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
বুধবার রাতে সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তফা কামাল নামে একজনকে আটকও করে তারা। আটককৃত ওই ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতা কর্মী।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তার পরণে জুতার মধ্যে ৪০টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য দুই কোটি টাকারও বেশি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন