শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২০। আমার দু’বগল ও যৌনাংগ কাল হয়ে গেছে। অথচ আমার দেহের ত্বক ফর্সা। মলম ব্যবহার করেছি কিস্তু কাজ হয়নি। তাই আপনার শরণাপন্ন হলাম।
Ñআল্পনা। কলাবাগান। ঢাকা।
উত্তর: আপনার সমস্যাটি বেশ দুরূহ। মনে হচ্ছে আপনার কোন হরমোন জনিত সমস্যা আছে। তবে ত্বকে কোন জীবানুর সংক্রমনের কারণেও এমনটা হতে পারে। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: আমি নববিবাহিত। বয়স ৩০। বিয়ের দিন বাসরঘরে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। অর্থাৎ আমার লিঙ্গের উত্থান হয়নি। তাই আপনার শরণাপন্ন হলাম।
Ñশরীফ। গোরান। ঢাকা।
উত্তর: বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগটির সমাধান সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: আমি বিবাহিতা। বয়স ৪০। আমার মাথায় অনেক চুল ছিল। কিন্তু বর্তমানে চুল পড়ে গিয়ে মাথায় টাক সৃষ্টি হয়েছে। আমার মাথায় কি চুল গজানো সম্ভব?
আলপনা বেগ। কল্যাণপুর। ঢাকা।
উত্তর: টাক মাথায় চুল গজানো এখন সময়ের ব্যাপার মাত্র। অত্যাধুনিক ‘পিআরপি’ থেরাপির মাধ্যমে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার মাথার দ্রæত চুল গজানো সম্ভব।
প্রশ্ন: আমি অবিবাহিতা। বয়স ২৪। আমার স্তনদ্বয় একেবারে নরম হয়ে গিয়েছে। এর কোন সমাধান আছে কি?
অঙ্গনা। ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা।
উত্তর: অত্যাধুনিক ‘রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবস’-এর মাধ্যমে অতিদ্রæত আপনার স্তনদ্বয় টানটান করা সম্ভব। এতে নেই কোন পার্শ্বক্রিয়া।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৭৮৫৯২০৭১।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন