চট্টগ্রাম ব্যুরো : বেপরোয়া গতির একটি বাসের ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের গাড়িটি। গতকাল (শনিবার) বেলা সোয়া দুইটার দিকে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ও লালখান বাজার মোড়ের মাঝামাঝিতে এ ঘটনা ঘটে। এরপর বাসটির গতিরোধ করে চালককে সতর্ক করেন মেয়র। ওই বাসে ছিল চসিকের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগগ্রণকারী ছাত্রছাত্রীরা।
মেয়রের সঙ্গে থাকা ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন সাংবাদিকদের জানান, বাসটি অতর্কিত ঘোরানোর চেষ্টা করলে মেয়রের গাড়িটি ধাক্কা খাওয়ার উপক্রম হয়েছিল। একটি বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে আমরা রক্ষা পেয়েছি। এরপর টাইগারপাসের আগে গিয়ে বাসটির গতিরোধ করা হয়। মেয়র নিজে নেমে বাসচালকের লাইসেন্স দেখতে চান। ওই বাসচালক ছিল অল্পবয়সী। স্বাভাবিকভাবেই লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই সে গাড়ি চালাচ্ছিল। মেয়র তাকে সতর্ক করে দেন। তবে মেয়র ছেড়ে দিলেও ট্রাফিক বিভাগ ওই বাসচালককে ছাড়েনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন