শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি নির্বাচনের অজুহাতে অপরাধীকে রক্ষা করার কু-রাজনীতি চর্চা করছে -দৌলতপুরে জাসদের জনসভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতের কার্যক্রম বন্ধ রাখা এবং অপরাধীকে হালাল করার দরকষাকষির হাতিয়ার নির্বাচন নয়। বেগম খালেদা জিয়া কিংবা তারেক কাউকে আইনের উর্ধে রাখার সুযোগ নেই। তিনি বলেন, দল দেখে বা মুখ দেখে আদালত পরিচালনার দিন শেষ হয়েছে। বেগম খালেদা জিয়ার মামলা বিগত দশ বছর ধরে চলছে। সুতরাং এখানে গায়েবী নির্দেশনা দেয়ার কোন জায়গা নেই। গতকাল রোববার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর হাইস্কুল মাঠে দৌলতপুর জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনু খালেদা জিয়াকে হুশিয়ারী দিয়ে বলেন, বিএনপি এখনো বিচারহীনতার সংস্কৃতি ত্যাগ করেনি। নির্বাচনের অজুহাতে অপরাধীকে রক্ষা ও হালাল করার কু-রাজনীতি বিএনপি এখনো চর্চা করছে। এটা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। সুতরাং আগুন নিয়ে খেলবেন না, আগুন নিজেও জ্বলে আবার জ্বালায়ও। দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি ছহির উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, সদস্য মো. আব্দুল্লাহ, গোলাম মহসিন। সভায় প্রধান বক্তা ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন। বক্তব্য রাখেন, স্থানীয় জাসদ নেতা অসিত কুমার সিংহ রায়, কামাল হোসেন দবির ও সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন