স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অর্ণব খেলাঘর আসরের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে রাজধানীর মানিকনগর সরকারি প্রাইমারি স্কুল মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অর্ণব খেলাঘর আসরের আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরা বক্তব্য রাখেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ। আরও বক্তব্য রাখেন, অর্ণব খেলাঘর আসরের উপদেষ্টা তোফাজ্জল হোসেন নানা ভাই, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সায়ীদ আবদুল মালিক।
এসময় উপস্থিত ছিলেন, অর্ণব খেলঘর আসরের সহ সভাপতি আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সীমা রাণী ঘোষ, সহ সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম মুকুল, সদস্য রুমা রাণী ঘোষ, প্রদীপ কুমার ঘোষ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন