চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে নেশার টাকার জন্য কলেজ ছাত্র মো. আল-আমিন স্বজলকে হত্যা করার অপরাধে হাবিব গাজী নিশান (২৪) ও নাজমুল ইসলাম বেপারী সুমন (২৬) কে মৃত্যুদÐ দিয়েছে আদালত। একই সাথে আল-আমিন কে হত্যা করে দুটি মোবাইল সেট চুরি করে নেয়ার অপরাধে উভয়কে ৩ বছর করে সশ্রম কারাদÐ দেয়া হয়। সোমবার দুপুর ২টায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মৃত্যদÐপ্রাপ্ত হাবিব গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর রালদিয়া গ্রামের বকাউল বাড়ীর মানিক গাজী এবং নাজমুল ইসলাম একই বাড়ীর বাবুল বকাউলের ছেলে। হত্যার শিকার আল-আমিন চাঁদপুর শহরের বিপনবাগ এলাকার বাসিন্দা মির্জা মোঃ অজি উল্যাহর ছেলে। সে শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের বি.বি.এ (অনার্স) ১ম বর্ষে অধ্যয়নরত ছিলেন। মামলার বিবরনে জানাযায়, ২০১২ সালের ৩১ অক্টোবর দুপুর ১টার দিকে তার বন্ধুরা তাকে ফোন করে বাসা থেকে নিয়ে যায়। সে বাসায় ফিরে না আসায় পরিদনি ১ নভেম্বর আল-আমিনের পিতা চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর তাকে খুঁজে না পাওয়ায় পরদিন ২ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে পুলিশ নিশানকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী নাজমুলকে আটক করেন। এরপর তারা উভয়ে ঘটনাস্থল সদর থানার রালদিয়া গ্রামস্থ মিয়াজান প্রধানিয়ার বাড়ীর পশ্চিম উত্তর কোণের বাগানে পুলিশকে নিয়ে যান। তারা সেখানেই ঘটনার দিন নেশার টাকার জন্য গলায় রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মৃতদেহ বাগানে মাটি চাপা দেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন