শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বিএনপির নির্বাহী কমিটির সভা

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ৩ ফেব্রæয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে হবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। ওই সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির ৫০২ সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন। খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় রায়ের দিন ৮ তারিখ নির্ধারণ হওয়ার পর ডাকা এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। বৈঠকের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাহী কমিটির এই সভা হবে বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শনে’। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সভা চলবে। ভোটের বছরের শুরুতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন ঠিক করার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যে ডাকা এই সভায় সব সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন