দেশে বর্তমানে কোনো খাদ্য সঙ্কট নেই জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা খাদ্যশস্যের সংকট কাটিয়ে উঠেছি। দেশে বর্তমানে কোনো খাদ্য সঙ্কট নেই। আমরা এবার লক্ষ্যমাত্রা ১২ লাখ মেট্রিক টন হলেও ১৫ লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করবো।’
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের পৃথক দুই সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘এবার বোরো মৌসুমের শুরুতে হাওরে পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে খাদ্য গুদামে মজুদ তলানিতে নেমে এসেছিলো। তবে এ মূহুর্তে আমরা সংকট কাটিয়ে উঠেছি।’
‘২০১৬-১৭ অর্থ বছরে ১২ লাখ মেট্রিক টন খাদ্য মজুতের কথা থাকলেও আমরা মাত্র আড়াই লাখ মেট্রিক টন খাদ্য শস্য মজুত করতে সক্ষম হই। যে কারণে দেশে সাময়িকভাবে খাদ্য সঙ্কট সৃষ্টি হয়। কিন্তু, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করে সে সঙ্কট মোকাবেলায় আমরা সক্ষম হয়েছি,’ বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘এবার আমাদের ১০ লাখ মেট্রিক টন খাদ্য মজুতের কথা থাকলেও দেশের জনসংখ্যা বাড়ায় আমরা ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করার সিদ্ধান্ত নিয়েছি। আর এসব মজুদ আমরা বিদেশ থেকে আমদানি না করে দেশের ভেতর থেকেই সংগ্রহ করব।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন