সরকার আদম আলী, নরসিংদী থেকে : আজ ১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার নরসিংদী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান এড. আসাদুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে তিনি জেলা পরিষদ চেয়ারম্যান থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। দিনটি উদযাপন উপলক্ষ্যে মরহুমের সহধর্মিনী মিসেস শরিফা জামান পরিবারের পক্ষ থেকে বিশেষ কর্মসূচীর আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বিকেলে বাদ আসর মরহুমের বাসভবন প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল। ২ ফেব্রুয়ারী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল। এসব অনুষ্ঠানসমূহে মরহুম আসাদুজ্জামানের মেয়ের জামাই আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু উপস্থিত থাকার কথা রয়েছে। মরহুম এড. আসাদুজ্জামান দীর্ঘ ২০বছর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এড. আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করলেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোন কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানা যায়নি। আর এই ঘটনা নিয়ে নরসিংদীর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাওয়াতপত্র বিলি করার পর থেকে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে নরসিংদীর রাজনৈতিক মহলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন