শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢা‌বি‌তে দুই দিনব্যাপী ক‌বিতা উৎসবের শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৩৬ পিএম

'দেশহারা মানু‌ষের সংগ্রা‌মে ক‌বিতা' এ প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রেখে দুই দিনব্যাপী ক‌বিতা উৎসবের শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ক‌বি আসাদ চৌধুরী এর উদ্বোধন ক‌রেন। জাতীয় ক‌বিতা পরিষদ এ উৎসবের আয়োজন ক‌রে। দুই দিনব্যাপী এ উৎসব ২ ফেব্রুয়ারি শেষ হ‌বে।
উৎসবের উদ্বোধনকালে ক‌বি আসাদ চৌধুরী ব‌লেন, আজ‌কে আমা‌দের ম‌ধ্যে মূল্য‌বো‌ধের বিপর্যয় দেখা দি‌য়ে‌ছে। সবুজ মাঠ, গ্রামীণ সংস্কৃ‌তি, নদীমাতৃক বাংলা‌দে‌শের ভিতর দি‌য়ে যে অসাম্প্রদা‌য়িক, গণতা‌ন্ত্রিক, মান‌বিক মূল্য‌বোধ গ‌ড়ে উ‌ঠে‌ছিল তা আজ ভূলু‌ন্ঠিত হ‌চ্ছে। ‌তি‌নি ব‌লেন আজ শিক্ষ‌কেরা লা‌ঞ্চিত হ‌চ্ছেন, রাজ‌নৈ‌তিক পটপ‌রিবর্ত‌নের কামনায় একদল উগ্র হ‌য়ে উঠ‌ছে। নির্বাচন সাম‌নে আসায় তা‌দের ভাষা পা‌ল্টে যায়। ভাষার যে একটা লা‌লিত্য আ‌ছে, লাবণ্য, মাধুর্য ও আ‌ভিজাত্য আ‌ছে সবই আজ পা‌ল্টে যা‌চ্ছে। বাংলা ভাষা যেন আ‌স্তিন গু‌টি‌য়ে আ‌ছে। এসব দে‌খে আ‌মি বিব্রত‌বোধ ক‌রি।
অনুষ্ঠা‌নে ভার‌তের ক‌বি আ‌শিস সান্যাল ব‌লেন, তিস্তার পা‌নি সমস্য‌া আ‌জো সমাধান হয়‌নি। আমরা বু‌দ্ধিজী‌বি ও ক‌বিসমাজ এটা মে‌নে নি‌তে পা‌রি‌নি। আমরা চাই বাংলা‌দেশ তা‌দের ন্যায্য হিসাব পাক।
ক‌বি অধ্যপক মুহাম্দ সামা‌দের সভাপ‌তি‌ত্বে এ সময় অন্যা‌ন্যের ম‌ধ্যে ছি‌লেন, উৎস‌বের আহ্বায়ক র‌বিউল হুসাইন, সাধারণ সম্পাদক তা‌রিক সুজাত, সা‌হি‌ত্যিক আ‌নিসুল হক, কাজী রোজী, আ‌নিসুর রহমান প্রমুখ।
এবা‌রের উৎস‌বে যুক্তরাজ্য, সুই‌ডেন, ক্যা‌মেরুন, মিশর, মে‌ক্সি‌কো, জাপান, তাইওয়ান, কল‌ম্বিয়া ও পার্শ্ববর্তী দেশ ভারতের ক‌বি-‌সা‌হি‌ত্যিকগণ অংশগ্রহণ ক‌রেন। বাংলা‌দেশ থে‌কে অংশগ্রহ‌ণকারী ক‌বি-সা‌হি‌ত্যিক‌দের পাশাপা‌শি বি‌দেশ থে‌কে আগত অতিথিরা হ‌লেন, যুক্তরা‌জ্যের আগনেস মি‌ড্সে, সুই‌ডে‌নের আর‌নে জনসন, ভিভেকা স‌গ্রেন, ‌ক্রি‌স্টিয়ান কার্লসন, ক্যা‌মেরু‌নের জ‌য়েস আশুনতানতাং, মিশ‌রের ইব্রা‌হিম এলমা‌র্সি, জাপা‌নের টেন্ডো তান‌জিন, তাইওয়া‌নের মিয়াও ইতু, কল‌ম্বিয়ার মা‌রিও ম্যাথর, ভারত থে‌কে আ‌সেন আ‌শিস সান্যাল, সংঘ মিত্রা চক্রবর্তী, প্রদীপ কর, অ‌লোক বন্দ্যোপাধ্যায়, দিলীপ দাস এবং আবৃ‌ত্তি‌শিল্পী সৌ‌মিত্র মিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন