রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর নামে নির্মিত তোরণে অগ্নিসংযোগে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত তোরণে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উরফি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির গাজী গতকাল রোববার গোপালগঞ্জ সদর থানায় উরফি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ গাজীসহ ৮ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর নামে মনির গাজী তোরণ নির্মাণ করেন। ২৬ মার্চ গভীর রাতে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল গাজীর সমর্থক ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ গাজী তার লোকজন নিয়ে ওই তোরণে অগ্নিসংযোগ করেন।
এ ব্যাপারে উরফি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইকবাল গাজী সাংবাদিকদের কাছে কথা বলতে রাজি হন নি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন