রাজধানীর বাড়ির প্রাঙ্গণ বা ছাদ, উন্মুক্ত স্থান, রাস্তা কিংবা সাধারণ মানুষের বসবাস করে এমন কোনো স্থানে অনুমতি ছাড়া গান ও উচ্চ শব্দে অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ আহ্বান জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, উন্মুক্ত স্থান, বাড়ির প্রাঙ্গণ বা ছাদে ডিএমপির অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউড স্পিকার বা উচ্চ মাত্রার মিউজিক জোরদার করার ব্যবহৃত যন্ত্র বাজিয়ে অথবা কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন সৃষ্টি করে এমন কাজ করা যাবে না।
এই বার্তায় আরও বলা হয়, ঢাকা মহানগরীর সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে ঢাকা মহানগরী অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৭ ও ৩১ ধারা অনুযায়ী এ অনুরোধ জানানো হয়।
১৮ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গানের প্রতিবাদ করায় নাজমুল হক নামের এক ব্যক্তিতে পিটিয়ে হত্যা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন