শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

বিদ্রোহীদের শেষ দুই ঘাঁটিতে সিরীয় বাহিনীর বিমান হামলা

রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ জোরদার

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম



ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শেষ দুই অঞ্চল ঘৌতা ও ইদলিবে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। গত সোমবার রাজধানী দামেস্কের কাছে ঘৌতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সিরীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধার কর্মী ও পর্যবেক্ষক সংস্থাগুলো। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সিরীয় বাহিনী ‘রাসায়নিক গ্যাস’ হামলা চালিয়েছে বলেও ধারণা করছে পশ্চিমা পর্যবেক্ষকগোষ্ঠী। শনিবার বিদ্রোহীদের গুলিতে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এলাকাটিতে সরকারি ও মিত্রবাহিনীর আক্রমণ জোরদার হয়েছে। আট বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়া সব এলাকা ফের দখলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আসাদ সরকার। এরপরই বিদ্রোহীদের শেষ দুই ঘাঁটিতে এসব আক্রমণের চালানো হল। রাশিয়া ও ইরান সমর্থিত বাহিনীর সহযোগিতায় এরইমধ্যে দেশের বেশিরভাগ ভূখÐেই নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে আসাদ সরকার। রয়টার্স বলছে, বছরখানেক ধরেই দামেস্কর কাছে থাকা পূর্ব ঘৌতা অবরোধ করে আছে সিরীয় বাহিনী; সা¤প্রতিক মাসগুলোতে অবরোধ আরো জোরদার করা হয়েছে। আসাদ ও সামরিক মিত্ররা দুর্গম ইদলিবের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইদলিবই শেষ প্রদেশ, যার বেশিরভাগ অংশ এখনো বিদ্রোহীদের দখলে আছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার সিরীয় বাহিনী পূর্ব ঘৌতার জামালকা, আরবায়িন, হাজ্জা ও বেইতু সোউয়া শহরে বিমান হামলা চালালে অন্তত ২৯জন নিহত হন। একইদিন রাজধানী লক্ষ্য করে বিদ্রোহীদের ছোড়া গোলায় এক নারী নিহত হন বলে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সরকারি বাহিনীর অবরোধের কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটির অধিবাসীরা খাদ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে জানার পর পূর্ব ঘৌতার পরিস্থিতি নিয়ে কয়েক মাস ধরেই উদ্বেগের কথা বলে আসছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে উত্তর-পশ্চিমের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র ইদলিবে রোববার রাত থেকে আক্রমণের মাত্রা বাড়িয়েছে সিরীয় বাহিনী ও মিত্ররা। শনিবার বিদ্রোহীরা একটি রুশ বিমান ভূপাতিত ও তার চালককে হত্যার পর সেখানে আসাদবাহিনীর হামলা তীব্রতর হয়। হামলায় আকাশ থেকে ফেলা রাসায়নিকে অন্তত নয় ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন বলে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে । রয়টার্স।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন