বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি। এই রায়কে ঘিরে একটি থমথমে অবস্থা বিরাজ করছে দেশজুড়ে। কক্সবাজারেও দু’তিন দিন ধরে একই পরিস্থিতি বিরাজ করছে।
গত দু দিন ধরে শহরের জেলা বিএনপি অফিস দখল করে রেখেছে পুলিশ।
একই সাথে পুরো জেলা জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সর্বত্র। সবার আশঙ্কা, খালেদা জিয়ার রায় ঘিরে কেমন হবে পর্যটন রাজধানী কক্সবাজারের পরিস্থিতি?
এদিকে গত কয়দিনে কক্সবাজার জেলার বিভিন্ন স্থান ও নাইক্ষংছড়ি থেক পুলিশ আটক করেছে ২০ জন বিএনপি জামায়াত নেতা কর্মীকে। এতে করে আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। ঘর ছাড়া হয়েছে শত শত নেতা কর্মী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন