বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

অ্যাকাউন্ট সুরক্ষায় ফেসবুকের নতুন ফিচার

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকের নতুন ফিচারইউজারদের সুবিধার্থে এবং একঘেয়েমি থেকে মুক্তি দিতে কত কিছুই না করে ফেসবুক৷ এই তো সেদিন লাইকের সঙ্গে ভালবাসা, হাসি, বিস্ময়, রাগ ইত্যাদি আবেগ প্রকাশের জন্য নতুন ইমোজি নিয়ে এল ফেসবুক। এবার আরো এক নতুন ফিচার যুক্ত হতে চলেছে ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য। কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট যদি অপর কোনো ব্যক্তি বা হ্যাকাররা অন্য কোনো কম্পিউটার থেকে লগ ইনের চেষ্টা করেন তবে ফেসবুকের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টের মালিককে সতর্ক করা হবে। এই সতর্কবার্তা ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাস থেকেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করেছিল ফেসবুক। বর্তমানে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ফেসবুক ইউজারই এই নতুন ফিচারের সুবিধা পাচ্ছেন৷ ফেসবুকের নারী ইউজারদের সুরক্ষা নিয়ে বরাবরই প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে। হালের এই নতুন ফিচার ফেসবুকে নারীদের অ্যাকাউন্টকে আরো সুরক্ষিত করবে বলেই আশা করছে কর্তৃপক্ষ। স আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন