বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে সরকার। অজানা ভয়ে বেসামাল হয়ে গেছে ক্ষমতাসীনরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার ১০ বছর পর আজ রায় ঘোষণা করা হচ্ছে। সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা বিচারের রায় দেশে এটিই প্রথম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন