বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার নেত্রকোনায় জেলা মহিলা দলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীনসহ মহিলা দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা মহিলা দলের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহীনের নেতৃত্বে সকাল ১১ টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা মহিলা দলের কার্যালয় থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধাঁ দেয়। পুলিশী বাঁধা উপেক্ষা করে মিছিলটি সামনের দিকে এগুতে চাইলে পুলিশ ড. আরিফা জেসমিন নাহীন, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক হাফিজা ইসলাম, যুগ্ম আহবায়ক রেহানা তালুকদার, যুগ্ম আহবায়ক পারভীন আক্তার, সদস্য মাহমুদা খাতুনসহ মহিলা দলের ৫ নারী নেত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী’র সাথে যোগোযোগ করলে তিনি ৫ নেত্রীকে আটকের কথা স্বীকার করে বলেন, জনজীবনে শান্তিশৃঙ্খলা ভঙ্গ ও নাশকতার পরিকল্পনা অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন