শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

কী বার্তা রেখে যাচ্ছি?

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নিজেকে বড় অপরাধী মনে হয়। এই যে প্রতিদিন এতসব অনাকাঙিক্ষত ঘটছে, প্রতিকার তার কিছুই মিলছে না, সর্বত্রই দাপুটে লোকদের একচেটিয়া আধিপত্য। এমন কোন দিন নেই যেইদিন খুন, হত্যার খবর পত্রিকার শিরোনাম হয়নি। আজ আমরা এমন এক সংস্কৃতি লালন করছি, যেখানে আমরা সত্যকে সত্য বলতে ভয় পাচ্ছি। আমি ক্ষমতাধর, তাই আমি যেটা সঠিক মনে করছি, সেটাই সঠিক আর বাকি সব মিথ্যে। আমি আমার বিরুদ্ধে সত্যকে মেনে নিতে ভয় পাই। আমাদের অতীত ইতিহাস লড়াই-সংগ্রামের। সেখানে আপসকামিতার কোনো জয় ছিল না। আজকে আমরা যা করছি তাতে আগামী প্রজন্মের কাছে কী বার্তা রেখে যাচ্ছি? জোর যার মুল্লুক তার! এই যদি হয় লক্ষ তবে একটি বিষয় গভীরভাবে মনে রাখা প্রয়োজনÍঅনৈতিকভাবে সুবিধাভোগীরা সবসময়ই সুবিধা পেতে চায় এবং তারা হীনম্মন্যতায় ভোগে। অনৈতিক এ চাওয়া-পাওয়ার কমতি দেখা দিলেই তারা গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়; সময়-সুযোগমতো তা প্রকাশ্য বিরোধীতায় রূপ নেয়। অনেকটা দুধ-কলা দিয়ে কালসাপ পোষার মতো। নিজের যোগ্যতা এবং দক্ষতা না থাকলে অনৈতিক সুবিধা দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয় এবং তখন পিছনে ফেরার দরজাও বন্ধ হয়ে যায়। এর জন্য অনেক বেশি ক্ষতিপূরণ দিতে হয়। ক্ষতিপূরণ যা দিতে হয় সেটা সাধারণ মানুষের ওপর দিয়েই যায়। ইতিহাস বারবার সেই সাক্ষ্যই দিচ্ছে। পশ্চিম পাকিস্তান ১৯৭১ সালে ধর্মের ¯েøাগান দিয়েও শেষ রক্ষা করতে পারেনি। আমরা যদি সত্যিই এই দেশটাকে ভালোবেসে থাকি তবে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।
সুধীর বরণ মাঝি,
চাঁদপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন