শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ধূমপান

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে স্ট্রোক হয় কিংবা ধূমপানে ক্যান্সার হয়। এই কথাগুলো সকলেই জানে, কিন্তু কেউই মানে না। ধূমপান করলে শুধু নিজের ক্ষতি হয় না, আশেপাশের সকলেরই ক্ষতি হয়। ধূমপায়ীরা জেনে শুনে নিজের ক্ষতির পাশাপাশি অন্যেরও ক্ষতি করে। কিন্তু অন্যের ক্ষতি করার অধিকার কারো নেই। তবুও এই ক্ষতিটা প্রতিনিয়তই ঘটানো হচ্ছে। কেউ কাউকে কিছুই বলছে না। দু’একজন সচেতন ব্যক্তি প্রতিবাদ করলেও উল্টো তিনি ট্রলের শিকার হন। এভাবেই চলছে নীলফামারীর ডিমলা উপজেলার সাব রেজিস্টারের কার্যালয়ের সামনের অংশটুকু। জমি-জায়গার কাজ নিয়ে অসংখ্য মানুষের জমায়েত ঘটে ডিমলা উপজেলার সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে। সেখানে শিশু, বৃদ্ধা, যুবক, নারী, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, চাকরিজীবীসহ সকল ধরনের মানুষের পদচারণা দেখা যায়। কিন্তু ধূমপায়ীদের কারণে সেখানকার পরিবেশ ভীষণ খারাপ হয়ে গেছে। অবস্থা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, কোনো মা তার কোলের শিশুকে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। অধূমপায়ীদের যে কারো জন্যই পরিবেশটি অসস্থিকর। অথচ, জনবহুল এমন গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান করা আইনত অপরাধ। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আজিনুর রহমান
ডিমলা, নীলফামারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন