শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

আফরোজা আব্বাসসহ ৪ নেত্রীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৪৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের তিন মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আসব্বাসহ চার নেত্রীকে দুই মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, অ্যাডভোকেট রুনা লায়না এবং মিনা বেগম মিনিকে এ জামিনের আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন