চট্টগ্রাম ব্যুরো : প্রধান সমুদ্র বন্দরভিত্তিক চট্টগ্রাম কাস্টম হাউসে এসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভারের ত্রæটিজণিত জটিলতা ও অতি ধীরগতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এরফলে গতকাল (শনিবার) থেকে অনলাইনে পণ্যসামগ্রীর শুল্কায়নে অচলদশা কাটতে শুরু করে। তবে সার্ভার পুরোপুরি ত্রæটিমুক্ত হিসেবে নিশ্চিত হতে আরও সময় লাগবে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
গত শুক্রবারের মতো গতকালও বন্ধের দিনে শুল্কায়নের কাজ চলেছে। সংশ্লিষ্ট ব্যাংকও খোলা রাখা হয়। শুল্কায়ন স্বাভাবিকভাবেই হয়েছে, কোন সমস্যা দেখা দেয়নি।
তবে যে কোন মুহূর্তে ফের জটিলতা দেখা দিতে পারে এমনটি আশঙ্কা রয়ে গেছে। গত সপ্তাহে সার্ভারে ত্রæটির কারণে দেশের অনেক শুল্ক স্টেশনের মতো চট্টগ্রাম কাস্টম হাউসে স্বাভাবিক গতিতে শুল্কায়ন করা সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন