বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা: ছাগলনাইয়া উপজেলার শুভপুর ব্রীজ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ সোহরাব হোসেন সৌরভ (৩০) ডাকাত সর্দার নিহত হয়েছে এবং ৩ জন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছেনি ও ৩টি ধারালো কিরিছ উদ্ধার করেছে। পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠাননগর গ্রামের হাজী মমিন ভূঞা বাড়ির মোঃ আমিনের পুত্র এলাকার চিহ্নিত ডাকাত মোঃ সোহরাব হোসেন সৌরভকে বৃহস্পতিবার পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র এবং তার পলাতক সঙ্গীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষে গভীর রাতে আসামী সৌরভসহ পুলিশের একটি দল শুভপুর ব্রীজের পাশে পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশ-ডাকাত বন্ধুকযুদ্ধ চলাকালে ডাকাত সৌরভ দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, লিটন চাকমা ও খোরশেদ আলম আহত হয়। আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গোলাম জিলানী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছেনি ও ৩টি ধারারো কিরিছ উদ্ধার করেছে। এ ব্যাপারে এসআই হারুন রশিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত মোঃ সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন